চেয়ারম্যান এর বাণী
ভুমি-বাটী ভুমি মাটি আর বসবাসের আপন বাটী টানে সবাই আনন্দে বাটীর সন্ধানে ছুটছি প্রান্তরে শহর থেকে গ্রামে মাঠে ঘাটে পাড়া মহল্লায় হবে আবাসন আপন একটি বাটী নিজ বনে । ভূমি-বাটী মাটির গন্ধে আপন আবাসনে প্রাণ টানে ভূমি মায়ের কমল ছায়ায় সবুজ ঘেড়া মাঠে ঘাটে ধান, ফুল, ফল, তার মাঝে ভুমি-বাটীর টানে স্বর্গ প্রাণ। সবুজ মাখা মায়ার বাঁধন বাটীখানা ভালোবাসায় বাঁধা
বিস্তারিত