ভূমি-বাটী এর সকল সম্মানিত সদস্যগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৮ জানুয়ারি বৃহস্পতিবার ৪ ঘটিকার সময় ভূমি-বাটী এর এক জরুরি সভার আহ্বান করা হয়েছে। উক্ত সভায় সকল সম্মানিত সদস্যগণের উপস্থিতি ভূমি-বাটী এর উন্নয়ন ও সমৃদ্ধি বয়ে আনবে।
আলোচ্য বিষয়ঃ
*পূর্ববর্তী সভার কার্যক্রম অনুমোদন।
*বিগত বছরের হিসাব উপস্থাপন।
*নতুন প্রকল্প নিয়ে আলোচনা।
*বিবিধ।
ধন্যবাদ ও শুভকামনায়,
খাজা নাসির উদ্দিন
ব্যাবস্থাপনা পরিচালক
ভূমি-বাটী